ডায়াবেটিস, আর্থারাইটিস সমস্যা নির্ধারণে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির!

| Jul 19, 2020, 18:46 PM IST
1/4

এখন প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস, আর্থারাইটিস বা হাঁটু, কোমরের সমস্যা লেগেই রয়েছে। সারাদিন ঘণ্টার পর ঘণ্টা বসে বসে কাজ, পর্যাপ্ত হাঁটা চলার সুযোগের অভাব ইত্যাদির কারণে দিনের পর দিন এই সমস্যাগুলি বেড়েই চলেছে।

2/4

কখনও উদাসীনতা তো কখনও অজ্ঞতার কারণে এই সমস্যাগুলি ক্রমশ বাড়তে থাকে। অনেক ক্ষেত্রেই অন্যান্য রোগ বা শারীরিক সমস্যার জন্য রক্ত পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে ডায়াবেটিস, আর্থারাইটিসের মতো সমস্যাগুলি।

3/4

সাধারণ মানুষকে এই সমস্ত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হলেন বাত রোগ বিশেষজ্ঞ (রিউম্যাটোলজিস্ট) ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায়।

4/4

ডঃ শুদ্ধসত্ত্ব চট্টপাধ্যায়ের উদ্যোগে কৈখালিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে অনেক মানুষ রক্ত পরীক্ষা করিয়ে ডায়াবেটিস, আর্থারাইটিস বা ওই জাতিয় সমস্যা সম্পর্কে অবগত হলেন, বিশেষজ্ঞের পরামর্শও নিলেন।