নতুন করে ছড়াচ্ছে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’! জার্মানি থেকে মাংসের আমদানি বন্ধ হল চিনে
|
Sep 13, 2020, 17:06 PM IST
1/5
করোনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে মাথা চাড়া দিয়েছে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’! চিনেও নতুন করে ছড়াতে শুরু করেছে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’! সে জন্য জার্মানি থেকে শুয়োরের মাংসের আমদানি আপাতত বন্ধ করে দেওয়া হল চিনে।
2/5
শনিবার চিনে বুনো শুয়োরের মধ্যে সোয়াইন ফ্লু ধরা পড়ে। সূত্রের খবর, এই সংক্রমণের ভয়েই জার্মানি থেকে শুয়োরের মাংসের আমদানি আপাতত বন্ধ করছে চিন।
photos
TRENDING NOW
3/5
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এখনও পর্যন্ত ৩ হাজারেরও বেশি বুনো শুয়োরের মধ্যে এই রোগ ছড়িয়েছে। উল্লেখ্য, ইউরোপের দেশেগুলির মধ্যে সবচেয়ে বেশি শুয়োরের মাংস রফতানি করে জার্মানি।
4/5
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫৮ হাজার টন শুয়োরের মাংস চিনে রফতানি করেছে জার্মানি। এই পরিমাণ মাংসের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২৪ মিলিয়ন ইউরো।
5/5
শনিবারই চিনের কৃষি মন্ত্রক ও কাস্টমস এজেন্সি শুয়োরের মাংস বা ওই জাতিয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। চিনের কাছে এই সিদ্ধান্ত বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছে জার্মানি। যদিও এ বিষয়ে এখনও চিনের উত্তর মেলেনি।