সরকার ঘুমোচ্ছে! ৩০ বছর ধরে একা হাতে খাল কেটে গ্রামে জল আনলেন 'আরেক দশরথ মাঝি'

Sep 13, 2020, 16:48 PM IST
1/5

বিহারের দশরথ মাঝির মতোই তিনিও সরকারের আশায় বসে থাকেননি। ঈশ্বর কোনো আলৌকিক কিছু ঘটাবেন বলেও ভাবেননি। নিজেই লেগে পড়েছিলেন কাজে। দশরথ মাঝি একা হাত পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। আর ইনি একার হাতে খাল কেটে ফেলেছেন।

2/5

লোঙ্গি ভুঁইয়াকে দেশের মানুষ আরেক দশরথ মাঝি বলতে পারেন। ৩০ বছর ধরে একার হাতে তিনি খাল কেটে গ্রামে জল আনলেন। 

3/5

গ্রামের তিন হাজার মানুষ তাঁর জন্য দারুন উপকৃত হয়েছেন। লোঙ্গিও বিহারের মানুষ। তিনি গয়ার কাছেে একটি গ্রামে থাকেন। সেই গ্রামে চাষবাসের জন্য জলের দারুণ সমস্যা ছিল। 

4/5

লোঙ্গি রোজই বাড়ি থেকে বেরিয়ে বন-জঙ্ল পরিষ্কার করে খাল কাটার কাজে লেগে পড়তেন। তাঁর বাড়ির লোক এই কাজে তাঁকে বাধাও দিয়েছেন। কারণ এই খাল কেটে তাঁর কোনো রোজগাত হত না। 

5/5

৭২ বছর বয়সী লোঙ্গি সবার বিরুদ্ধে গিয়েই এই কাজ করেছেন। আর আজ তাঁর নাম জয়ধ্বনি দিচ্ছেন দেশের মানুষ। লোঙ্গি নিজে চাষবাস করতেন। কিন্তু জলের অভাবে ফসল ভাল হত না। তাঁর ছেলেরাও কাজের খোঁজে শহরে চলে যান। লোঙ্গি বুঝেছিলেন, জলই এই দুরাবস্থা ঘোঁচাাতে পারে। আর তাই ৩০ বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।