কিডনিতে জমা পাথর প্রাণঘাতী হতে পারে! আগেভাগে চিনে নিন এই ৫ উপসর্গ থেকে!

| Jul 01, 2020, 17:42 PM IST
1/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

কিডনির সমস্যাগুলির মধ্যে অন্যতম হল এখানে পাথর হওয়ার সমস্যা। সময় মতো উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে এই সমস্যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে! এ বার চিনে নেওয়া যাক কিডনিতে পাথর হওয়ার সাধারণ উপসর্গগুলি...

2/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

কিডনির সমস্যা শুরু হলে সকলের আগে প্রভাব পড়বে মূত্রের রঙে। রঙের বদল হলে খেয়াল রাখুন। কিডনিতে পাথর জমলেও লালচে প্রস্রাব হয়। তাই চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। 

3/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

দিনের বেশির ভাগ সময় বমি বমি ভাব। অনেক সময় বমিও হতে পারে। এগুলি কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। 

4/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

সারাদিনই জ্বর জ্বর ভাব, শরীরে অস্বস্তি কখনও আবার সঙ্গে বমি হওয়াও কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। তাই চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

5/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

প্রায়ই মূত্রথলি বা প্রস্রাবে সংক্রমণ হওয়া কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক হয়ে চিকিৎসা করান। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

6/6

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

চিনে নিন কিডনিতে পাথর জমার এই ৫ উপসর্গ!

কোমরের পিছন দিকে চিনচিনে ব্যথা। এই ব্যথা তীব্র হলেও সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যথা কোমরের পিছন দিক থেকে তলপেটেও ছড়িয়ে পড়তে পারে।