বড় অণ্ডকোষের ছেলেদের নিয়ে কী ভাবে মেয়েরা?

Aug 31, 2018, 14:47 PM IST
1/7

‘বিগ বল সিনড্রম’। যে  পুরুষদের অণ্ডকোষ স্বাভাবিকের তুলনায় বড় তাদের মধ্যে ‘বিগ বল সিনড্রম’ দেখা দেওয়ার প্রবণতা সব থেকে বেশি দেখা যায়।  সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, অনলাইনে পুরুষরা সে সব প্রশ্নের উত্তর খোঁজেন সেগুলোর মধ্যে অন্যতম একটি হল, বড় অণ্ডকোষের ছেলেদের  নিয়ে কীভাবে মেয়েরা? 

2/7

অনেক পুরুষই মনে করেন এটি সত্যি একটি মারাত্মক সমস্যা। তবে মনোবিদরা বলছেন, বড় অণ্ডকোষের কারণে দুশ্চিন্তা করার কোনও কারণই নেই। কারণ, বেশিরভাগ মহিলাই অণ্ডকোষের আকার নিয়ে ভাবেনই না। তাদের কাছে মানুষটি কেমন, সেটাই সব থেকে বেশি গুরুত্ব পায়।

3/7

তবে জেনে রাখা ভাল, বড় অণ্ডকোষের ক্ষেত্রে বীর্যের পরিমানও স্বাভাবিকের থেকে বেশি হয় এবং এটা বৈজ্ঞানিক বিষয়। 

4/7

গর্ভধারণের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বড় অণ্ডকোষের পুরুষরা অনেক বেশি প্রভাবশালী। কারণ, তাঁদের স্পার্ম কাউন্ট বেশি হয়।

5/7

যাদের অণ্ডকোষ স্বাভাবিকের তুলনায় আকারে বড় হয় তাঁদের যৌন চাহিদাও তুলনায় বেশি হয়। 

6/7

উল্লেখ্য, ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী বড় অণ্ডকোষের কারণে পুরুষদের উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। 

7/7

আরও একটি গবেষণা বলছে, যাদের অণ্ডকোষ স্বাভাবিকের তুলনায় আকারে বড়, তাঁরা মাত্রাতিরিক্ত সুরাসক্তও হন।