আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

Feb 18, 2018, 14:05 PM IST
1/6

aadhaar 1

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

আপনি কি অতি প্রয়োজনীয় আধার কার্ডটি হারিয়ে ফেলেছেন? যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। কারণ, খুব সহজেই পেয়ে যেতে পারেন নতুন আর একটি আধার কার্ড। তার জন্য আপনাকে কী কী করতে হবে, দেখে নিন-

2/6

aadhaar 2

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

প্রথমে www.uidai.gov.in -এ  ক্লিক করুন। এখান থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেয়ে যাবেন একটি নতুন আধার কার্ড। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর Aadhaar Online Services অপশনটিতে ক্লিক করুন

3/6

aadhaar 3

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

এবার 'Retrieve Lost UID/EID' অপশনটি বেছে নিন। সেখানে আপনাকে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে বলা হবে। যেমন, নাম, ই-মেইল আইডি বা মোবাইল নম্বর

4/6

aadhaar 4

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

এরপর Send One Time Password-এ ক্লিক করুন ক্লিক করা মাত্র। আপনার দেওয়া ইমেইল আইডি কিংবা মোবাইল নম্বরে OTP চলে আসবে। তথ্য ভেরিফাই করার জন্য সেই OTP টাইপ করতে হবে নির্দিষ্ট স্থানে। OTP দেওয়ার পরই আপনার মেল আইডিতে বা মোবাইলে আপনার আধার নম্বরটি চলে আসবে।

5/6

aadhaar 5

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন কার্ড পাবেন, জেনে নিন...

আপনি যদি চাইলে এবার আধার কার্ডের ই-কপি 'Download Aadhaar' অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।

6/6

aadhaar 6

আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে নতুন আর একটা পাবেন, জেনে নিন

'Download Aadhaar' অপশনে ক্লিক করার পর আপনাকে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য এবং ফের OTP দিতে হবে। তাহলেই ই-আধার কপি ডাউনলোড হয়ে যাবে