২০১৮-১৯ মরসুমে ঠাসা ক্রীড়াসূচি, ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বিরাটবাহিনী
Feb 17, 2018, 20:56 PM IST
1/13
Schedule
২০১৯ সালের বিশ্বকাপের আগে বিরাট কোহলিদের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ২০১৮-১৯ মরসুমে প্রায় ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। এর মধ্যে প্রায় ৩০টি একদিনের ক্রিকেট ম্যাচ। রয়েছে ১২টি টেস্ট ও ২১টি টি-২০।
2/13
virat fan
ক্রীড়াসূচি দেখার পর বিরাটভক্তদের আশা, কোহলি যে ফর্মে রয়েছেন, তাতে ৩০টি একদিনের ম্যাচে আরও ১০টি শতরান অপেক্ষা করে রয়েছে।
photos
TRENDING NOW
3/13
trin nation
দক্ষিণ আফ্রিকা সফরে বাকি আর মাত্র ৩টি টিটোয়েন্টি ম্যাচ। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ দিয়ে শেষ হবে ২০১৭-১৮ সালের মরসুম। ভারত ছাড়া বাকি খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
4/13
ipl
এপ্রিলে আইপিএলের বোধন দিয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেট মরসুম।
5/13
ireland
জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টিটোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় দলের অভিযান।
6/13
afgani
জুনে বেঙ্গালুরুতে আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক টেস্ট খেলবে ভারত।
7/13
england
জুলাই থেকে শুরু হবে আড়াই মাসের ইংল্যান্ড সফর। ওই সফরে রয়েছে ৫টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি।
8/13
asia cup
এশিয়া কাপের জায়গাও রাখা হয়েছে। তবে স্থান ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রায় ৯টি একদিনের ম্যাচ খেলতে হতে পারে।
9/13
west
অক্টোবরে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে ২টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি খেলবেন বিরাটরা।
10/13
down under
ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ায় কঠিন সফর। নভেম্বর-ডিসেম্বরে ডাউন আন্ডারে রয়েছে ৪টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি।
11/13
নিউজিল্যান্ডে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তাদের যুক্তি, ভারতীয় সময় রাত সাড়ে তিনটেয় খেলা শুরু হওয়ায় বাণিজ্যিকভাবে সিরিজ লাভজনক নয়। ২০১৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথমভাগে কিউয়িদের দেশে ৫টি ওয়ান ডে ও ৫টি টিটোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া।
12/13
Australia
২০১৯ সালের ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে ৫টি ওয়ান ডে ও ২টি টিটোয়েন্টি।
13/13
Zimbabwe
২০১৮-১৯ মরসুমের শেষে ভারতে আসবে জিম্বাবোয়ে। মার্চে তারা ৩টি টিটোয়েন্টি ম্যাচ খেলবে।