সাবান নাকি হ্যান্ড স্যানিটাইজার! হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

| Jun 08, 2020, 21:22 PM IST
1/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

করোনাভাইরাসের সংক্রমণ, সোয়াইন ফ্লু, গ্যাস্ট্রোএন্ট্রাইটিসের মতো রোগ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ছড়ায়। আর সেই সব জীবাণু মূলত ছড়ায় হাত থেকেই। এই সব জীবানু নির্মূল করার ক্ষমতা হ্যান্ড স্যানিটাইজারের নেই। এ ক্ষেত্রে সাবান দিয়ে ভাল করে হাত, মুখ ধোয়াটাই বুদ্ধিমানেক কাজ।

2/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

বাচ্চারা খেলাধুলোর পর বাড়ি ফিরলে সাবান দিয়ে হাত-পা, মুখ ভাল করে ধোয়াই ভাল। এ ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার খুব একটা কার্যকর নয়।

3/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হ্যান্ড স্যানিটাইজার বা সাবানের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ক্লোরেক্সিডিন নামের একটি উপাদান যা ৪ শতাংশের বেশি হলেই ত্বকের সমস্যা হতে পারে।

4/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হ্যান্ড স্যানিটাইজার অনেক সময় ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। ফলে অনেক ক্ষেত্রে ত্বকের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।

5/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

বেশির ভাগ হ্যান্ড স্যানিটাইজারে রয়েছে ‘সিন্থেটিক ফ্রেগরেন্স’ যার রাসায়নিক উপাদান শরীরে সঠিক পরিমাণে হরমোন উত্পাদনে বাধা সৃষ্টি করে।

6/6

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

হাত পরিষ্কার আর জীবানুমুক্ত করতে কোনটা বেশি কার্যকর?

বেশির ভাগ হ্যান্ড স্যানিটাইজারে মূল উপাদান হল অ্যালকোহল যা ত্বক জীবানুমুক্ত করতে সাহায্য করে। কিন্তু ওই অ্যালকোহলের প্রভাবেই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই যেখানে হাতের কাছে জল নেই, একমাত্র সে ক্ষেত্রেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাদ বাকি সময় সাবান দিয়েই হাত ভাল করে জীবানু মুক্ত করুন।