মেঘালয়ে 'Hand-in-Hand'-এ সন্ত্রাস মোকাবিলায় ভারত-চিন সেনা

| Dec 07, 2019, 23:52 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত: দুদেশের মধ্যে সম্পর্ক তেমন নয়। অরুণাচলপ্রদেশ নিয়ে রয়েছে টানাপোড়েন। এহেন প্রেক্ষাপটে যৌথ মহড়া শুরু করল ভারত-চিন সেনাবাহিনী। 

2/5

মেঘালয়ের উমরইতে ৭ ডিসেম্বর থেকে শুরু মহড়া। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।  পোশাকি নাম- হ্যান্ড ইন হ্যান্ড ২০১৯ (Hand-in-Hand-2019)।       

3/5

চিনের People's Liberations Army (PLA) -র ১৩০ জন জওয়ান সামিল হয়েছেন মহড়ায়। গুয়াহাটির বড়ঝড়ে বিমানবন্দরে পা রেখেছে তারা।      

4/5

১৪ দিনে সন্ত্রাসবাদের মোকাবিলায় মহড়া দেবে দুই দেশের সেনা। আকাশপথে কপ্টার অভিযান থেকে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ-সব থাকছে। 

5/5

রাষ্ট্রসঙ্ঘের নিয়ম মেনে অষ্টম যৌথ মহড়ার ব্যবস্থা করেছে দুই দেশ। এতে ইন্দো-চিন সম্পর্কের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।