2/7
এই ছেলেটিই গি দ্য মপাসাঁ। পরবর্তী কালে ছোটগল্পের এক মহত্তম শিল্পী হিসেবে বিশ্বে স্বীকৃতি পাবেন যিনি। তাঁর ছোটবেলাটা খুব ভাল কাটেনি। বাবা-মায়ের সংঘাত তাঁকে নিঃসঙ্গ করে তুলেছিল। ১৮৫০ সালের ৫ আগস্ট ফ্রান্সের নরম্যান্ডিতে জন্ম মপাসাঁর। স্বল্পভাষী লাজুক স্বভাবের ছেলেটির উপর মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি প্রভাব ফেলেছিল। ফ্লবেয়ারের সঙ্গে মপাসাঁর মা লরার পরিচয় ছিল। ছেলের শিল্প-সাহিত্যের প্রতি ছেলের ভালোবাসা দেখে লরা ভেবেছিলেন ফ্লবেয়ার হয়তো মপাসাঁকে সাহায্য করতে পারবেন। খুব ভুল ভাবেননি।
photos
TRENDING NOW
3/7
১৯৬৭ সালে মপাসাঁ একটি নিম্নমাধ্যমিক স্কুলে ভর্তি হন। ১৮৬৯ সালে তিনি প্যারিসে আইন বিষয়ে লেখাপড়া শুরু করেন। তবে শীঘ্রই তাঁকে পড়া ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে হল। ১৮৭২ থেকে ১৮৮০ সাল পর্যন্ত সিভিল সার্ভেন্ট হিসেবে ফ্রান্সের নৌ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করলেন। যুদ্ধের ভয়াবহতা আর অস্থির পরিস্থিতি তাঁকে ভালই স্পর্শ করেছিল। এই অভিজ্ঞতা থেকেই লিখেছিলেন তাঁর প্রথম সার্থক ছোটগল্প Boule de suif বা 'একতাল চর্বি'।
4/7
5/7
6/7
7/7
photos