অতিমারিতে বাড়ল আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা, জানুন শেষ দিন কবে

May 30, 2021, 15:06 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আয়কর রিটার্ন যাঁরা ফাইল করেন, তাঁদের জন্য সুখবর। অতিমারি পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ানো হল।

2/6

ITR-১ বা ৪ ফাইল করেন এমন করদাতাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে হত। পাশাপাশি কোনও সংস্থা বা প্রতিষ্ঠানকে ৩১ অক্টোবরের মধ্যে তা ফাইল করতে হল।

3/6

তবে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পার্সোনাল আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

4/6

১৫ জুন থেকে পিছিয়ে ফর্ম 16 ইস্যু করার শেষ দিন ধার্য হয়েছে  ১৫ জুলাই।

5/6

বিলেটেড আয়কর রিটার্ন জমা করা যাবে ২০২২-এর ৩১ জানুয়ারি পর্যন্ত।

6/6

ফিন্যান্সিয়াল ট্র্যানজ্যাকশান রিপোর্টের স্টেটমেন্ট জমা করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে৷ আগে যা ছিল ৩১ মার্চ পর্যন্ত।