নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী খুবই যত্নবান। প্রতিদিন-ই ফোন করে খোঁজখবর নেন। জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
2/5
রাজ্যপাল এদিন বলেন, "আমি ও আমার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রী খুবই যত্নবান। প্রতিদিনই তিনি আমাকে ফোন করেন। আর বলেন, আপনি আপনার নিজের খেয়াল রাখছেন না। তাঁর এই খাতির-যত্নের জন্য তাঁকে সত্যিই ধন্যবাদ।'
photos
TRENDING NOW
3/5
কোভিড মোকাবিলায় এদিন রাজ্যবাসীকে মাস্ক পরে থাকা ও সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলার উপর জোর দিতে বলেন রাজ্যপাল। বলেন, "আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। কোনওরকম নিয়মের লঙ্ঘন নিজের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে।"
4/5
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন বলে জানান জগদীপ ধনখড়। পাশাপাশি, যাদের করোনা হয়নি, সেইসব রোগীরা চিকিৎসা করাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। সরকারের ব্যবস্থাপনায় ফাঁক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
5/5
করোনার সঙ্গে আমফান ত্রাণ প্রসঙ্গেও এদিন কড়া প্রতিক্রিয়া জানান রাজ্যপাল। বলেন, "যাঁদের দরকার নেই, তাঁরা টাকা পাচ্ছেন, মজা করছেন। এটা খুব গুরুতর অপরাধ। আবার সেই টাকা ফেরতও দিচ্ছেন। কী লজ্জা! এখনই এই অপরাধ বন্ধ হওয়া উচিত।" ত্রাণের জন্য বাংলাকে আরও টাকা দেওয়ার জন্যও কেন্দ্রকে তিনি বলবেন বলে জানান।