করোনার মধ্যেই পুরুলিয়ায় রমরমিয়ে চলছে ছাগল হাট, ভিড় ভিন রাজ্যের মানুষের

Jul 17, 2020, 13:38 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন : করোনার মধ্যেও রমরমিয়ে চলছে ছাগল হাট। শিকেয় সোশ্যাল ডিস্ট্যান্সিং। রাজ্যে যেখানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ, সেখানে পুরুলিয়া শহরের ছাগল হাটের এদৃশ্য দেখলে সত্যিই শিউরে উঠতে হয়।   

2/4

প্রতি সপ্তাহেই পুরুলিয়া শহরে বসে এই ছাগল হাট। শুক্রবার করে পুরসভা এই হাট বসায়। পুরসভার ছাগল পিছু রোজগার ৫ টাকা। একবারে শহরের প্রাণকেন্দ্রে খোদ সরকারি তৎপরতায় কোভিড পর্বে এমন বাজার দৃশ্য দেখে আঁতকে উঠছে সবাই।   

3/4

সামাজিক দূরত্বের বালাই নেই। স্বাস্থ্যবিধিকে  বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে ছাগল কেনাবেচা। জেলায় যেখন প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,তখন সেখানে এই বাজারে ভিড় জমাচ্ছেন ভিন রাজ্যের ক্রেতা বিক্রেতারাও।   

4/4

অভিযোগ, সবটাই হচ্ছে প্রশাসনের তৎপরতায়। তাই প্রশাসন নিছক-ই দর্শক । কোন হেলদোল নেই কারও। এদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।