গর্ভাবস্থায় এইসব খাবার সন্তানের মধ্যে বাড়িয়ে দিতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা

Sep 20, 2018, 17:31 PM IST
1/5

S 5

S 5

বাচ্চাদের মধ্যেও ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে। এর পেছনে গর্ভাবস্থায় মায়েদের খাদ্যাভ্যাস জড়িয়ে রয়েছে বলে মনে করছেন গবেষকরা।

2/5

S 4

S 4

সম্প্রতি ডেনমার্কের ৬৩,০০০ গর্ভবতী মহিলার ওপরে একটি গবেষণা চালানো হয়। দেখা গিয়েছে যেসব মহিলা গর্ভাবস্থায় ময়দা(গ্লুটন) সমৃদ্ধ খাবার বেশি খেয়েছিলেন তাদের সন্তানদের মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিসের প্রবণতা বেশি।

3/5

S 3

S 3

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে ওই দাবি করা হয়েছে। এক্ষেত্রে বাঁচার রাস্তা হল ময়দা বিহীন খাবারের ওপরে বেশি জোর দেওয়া।

4/5

S 2

S 2

কোন কোন খাবার শিশুকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে পারে? বলা হয়েছে খাওয়া যেতে পারে শাক সবজি, প্রায় সব ধরনের ভারতীয় খাবার, বিরিয়ানি, ডাল, আলু-কপি, ডালের তৈরি পাকোড়া, চিকেন, মাছ, ডিম।

5/5

s 1

s 1

কোন কোন খাবার গর্ভাবস্থায় শিশুর জন্য বিপজ্জনক? না খাওয়াই ভালো-নান, রুটি, চাপাতি, পুরি, পরোটা, গম-রাই দিয়ে তৈরি কোনও খাবার, ক্যান্ডি, কেক।