Unknown facts: ১ টাকা দিলেন, ফেরত পেলেন কড়কড়ে ৫০০ টাকা! চিটফান্ড নয়, সত্যিই ঘটছে...
Currency Exchange: অনেক না জানা তথ্যই আমাদের প্রতি মুহূর্তে অবাক করে। বিশেষ করে যেমন ভাষা-দর্শন-বিজ্ঞান-ইতিহাস, দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি নিয়ে নানারকম অজানা তথ্যই উঠে আসে সাধারণ জ্ঞানের চর্চায়। সেরকমই একটি বিষয় যা প্রায় অনেকেরই অজানা, যা জানা মাত্রই হয়ত নড়েচড়ে বসবেন। কারণ এই তথ্যের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের দুটি দেশের সম্পর্কের এক অন্য রসায়ন।
1/11
তবে আমরা জানি বিশ্বের অর্থনৈতিক বাজারে প্রতিটি দেশের অর্থের একটি মূল্য আছে আর সেই অর্থের ভ্যালু বা মূল্য এক দেশ থেকে অন্য দেশে বদলে যেতে থাকে। যেমন, এক মার্কিন ডলারের ভারতীয় মূল্য ৮৪ টাকা অর্থাৎ এক মার্কিন ডলারের জন্য ভারতকে ৮৪ টাকা দিতে হয় (পরিবর্তিত)। আবার ভারতের ২৭৪ টাকা কুয়েতে তার মূল্য এক দিনার।
2/11
photos
TRENDING NOW
3/11
4/11
5/11
প্রাচীন দেশগুলির মধ্যে একমাত্র ইরানে রিয়ালের মান ছিল খুবই ভাল। তবে বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে এর কদর অনেক কমেছে। কারণ কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই কারণে অনেক দেশ আমেরিকার ভয়ে ইরান থেকে অপরিশোধিত তেল কেনে না ফলে আন্তর্জাতিক বাজারে ইরানের অর্থনীতি ডুবতে শুরু করে।
6/11
7/11
8/11
9/11
10/11
11/11
photos