বিপদের দিনের বিরাট অনুদান! করোনা ত্রাণে দু'বছরের বেতন দিলেন গৌতম গম্ভীর

Apr 02, 2020, 13:41 PM IST
1/5

করোনাভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব এই মুহূর্তে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলায় দেশজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রীড়াবিদরা।

2/5

সে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক কিংবা নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের তৈরি করা ত্রাণ তহবিল- সাহায্যের হাত বাড়িয়ে বিপদের দিনে এগিয়ে আসছেন সকলেই ।

3/5

বিজেপি সাংসদ তথা দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর টুইটে লেখেন, মানুষ তো জিজ্ঞেস করে দেশ তাদের জন্য কী করতে পারে? আসলে প্রশ্নটা হল , তুমি তোমার দেশের জন্য কী করতে পারো?

4/5

এরপরেই  PMCares Fund-এ দু বছরের বেতন দান করলেন গৌতম গম্ভীর।

5/5

এর আগে পূর্ব দিল্লি কেন্দ্রের সাংসদ গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করেন দিল্লির সরকারি হাসপাতালগুলিতে চিকিত্সা সরঞ্জাম কেনার জন্য।