Garu sankranti: লক্ষ্মীপুজোর দিনেই কেন? গারু সংক্রান্তি করলে আসে সমৃদ্ধি...
Garu sankranti: গারু সংক্রান্তি হল গাস্বী ব্রত। মূলত আশ্বিন সংক্রান্তিতে এই ব্রত পালন করা হয়ে থাকে। পুরান মতে, চাষবাস ও শরীর সুস্থতার জন্য মূলত গ্রাম বাংলার মানুষ এই ব্রত পালন করে থাকেন আশ্বিন সংক্রান্তিতে।
1/6
গারু সংক্রান্তি
2/6
গারু সংক্রান্তি
photos
TRENDING NOW
3/6
গারু সংক্রান্তি
4/6
গারু সংক্রান্তি
5/6
গারু সংক্রান্তি
6/6
গারু সংক্রান্তি
কার্তিক মাস এক সময় ছিল অভাবের মাস। সন্তানরা যাতে ভাল থাকে, তাদের যাতে পুরো বছর ভাল যায় সেই কামনার্থে এই বিশেষ দিনটি পালন করা হয়। এছাড়াও কার্তিক মাসে বাড়ে নানা রোগের প্রকোপ। সুস্থ থাকতেও তাই এই ডাল বানিয়ে খাওয়ার কথা বলা হয়। গাড়ুর/ গাস্বীর ডালে তেল,হলুদ পড়ে না। এদিন মালবাজার শহরের অনেক বাড়িতেই দেখা গেল গাড়ুর/ গাস্বীর ডাল তৈরী করতে। রীতি রেওয়াজ মেনে অনেকের বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পুজোর পাশাপাশি তৈরী হয়েছে গাড়ুর/ গাস্বীর ডাল।
photos