Garlic: রসুন আদতে চার ধরনের, কোনটি স্বাস্থ্যের জন্য ভালো জানেন?

Oct 26, 2022, 18:14 PM IST
1/6

সৃজিতা মৈত্র লোকে বলে, বেশি ঝাঁজ থাকা ভালো না। যাদের নাকি ঝাঁজ বেশি, তাদের সঙ্গে কেউ মিশতে চায় না। কিন্তু, আপনার রান্নাঘরে থাকা ছোট্ট রসুনের কথা একবার ভাবুন। ডালে-ঝোলে-অম্বলে সবেতে লাগে। এদিকে পুষ্টিগুণেও ভরপুর। গাঁটের ব্যথা থেকে রূপচর্চা, একটা ছোট্ট রসুনেই সব কাজ সামাল। তবে, এই রসুনের শুধু গুণের নয়, রূপেরও বহু বাহার। এশিয়া, আফ্রিকা, আমারিকা ও ইউরোপে এই ধরনের রসুন ব্যবহার করা হয়। বাজারে সাধারণত যে রঙের রসুন পাওয়া যায় তা ছাড়াও আরও তিনটি রঙের রসুন দেখা যায়, জানেন কি?

2/6

সাদা রং

এটি আমাদের সবথেকে পরিচিত। আমাদের বাজারে সাধারণত এই রঙের রসুনই কিনতে পাওয়া যায়। এর বাইরের দিকে কোয়াগুলি বড় হয় এবং ভিতরের দিকের কোয়ার মাপ ক্রমশ ছোট হতে থাকে।

3/6

বেগুনি রং

বেগুনি রঙের রসুনকে এক দেখায় অনেকে পিঁয়াজও ভাবতে পারেন। এই ধরনের রসুন খেতে বেশি সুস্বাদু। এছাড়াও সাধারণ রসুনের থেকে বেগুনি রসুনের আকারও বড় হয়। যদিও বাইরের বেগুনি রঙের খোসা থাকলেও, ভিতরে সাদা রঙের কোয়াই থাকে।

4/6

গোলাপি রং

গোলাপি রঙের রসুন সাধারণ রসুনের থেকে বেশ ছোট হয়। এই রঙের রসুনে খুব বেশি হলে ১০ টি কোয়া থাকে। গোলাপি রঙের রসুন স্বাদে মিষ্টি হলেও, এর ঝাঁজ সবথেকে বেশি। এ কারণেই এটি হট অ্যান্ড সুইট গার্লিক নামেও পরিচিত। এই রসুন যে কোনও তরকারিতে যেমন স্বাদ বাড়িয়ে দিতে পারে, তেমনই স্বাস্থ্যগুণেও ভরিয়ে দেয়, কারণ এতে ভিটামিন এ, বি, সি, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ও জিংকের পাশাপাশি আরও অনেক খনিজ আছে।

5/6

কালো রং

কালো রঙের রসুনকে এক দেখায় পচে যাওয়া রসুন মনে হতে পারে। কিন্তু তা একেবারেই নয়, বরং সাধারণ সাদা রঙের রসুনের থেকে এই রসুনের স্বাস্থ্যগুণ অনেক বেশি। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধেও এই রসুনের ব্যবহার করা হয়। তবে, কালো রঙের রসুন সরাসরি খেতে চাষ করা হয় না, বরং তৈরি করা হয়। সাধারণ রসুনকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও আদ্রতায় কিছু সপ্তাহ অথবা মাস ফেলে রাখা হলে, তা কালো রঙের রসুনে পরিণত হয়।

6/6

কোন ধরনের রসুন সবথেকে বেশি ভালো?

সব ধরনের রসুনই পুষ্টিগুণে ভরপুর ও খাবারের স্বাদ বাড়াতে ওস্তাদ। তবে, সব দিক বিবেচনা করে বলাই যায় বেগুনি রঙের রসুন সবথেকে বেশি ভালো। কারণ, যদি ঠিক ভাবে রান্না করা হয় এটি যে কোনও খাবারকে একটি আলাদা মাত্রায় পৌঁছে দিতে পারে। পাশাপাশি পুষ্টিগুণও বজায় থাকে।