1/6
গান্ধি জয়ন্তী
ভারতীয় ইতিহাসে মোহনদাস করমচাঁদ গান্ধী কেবল একটি অধ্যায় নয়, তিনি 'জাতির জনক'৷ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান্ধীজির অহিংস নীতির আদর্শ ও লড়াই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নজির সৃষ্টি করেছিল। প্রতিবছর ২ অক্টোবর তাঁর জন্মদিনটি দেশজুড়ে সাড়ম্বরে পালন করা হতে থাকে৷ বাপুর জীবন সেলুলয়েডেও চিত্রায়িত হয়েছে। আপনাদের জন্য রইল সেরা ৫টি সিনেমা।
2/6
গান্ধি জয়ন্তী
photos
TRENDING NOW
3/6
গান্ধি জয়ন্তী
4/6
গান্ধি জয়ন্তী
5/6
গান্ধি জয়ন্তী
গান্ধী (১৯৮২)- প্রখ্যাত ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর পরিচালিত এই ছবিটি সম্পূর্ণত একটি বায়োগ্রাফিকাল সিনেমা। এই ছবিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন বেন কিংসলে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের অহিংস মতাদর্শকে নিয়ে যে অক্লান্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন বাপু, সেলুলয়েডে সেটিকেই তুলে ধরা হয়েছে৷ ছবিটি ব্লকবাস্টার তো বটেই। এছাড়াও আটটি অস্কারও জিতেছিল এই ছবিটি।
photos