Fuel Price: টানা তিনদিন রেকর্ড বৃদ্ধি, Petrol-Diesel-এর দামে নাজেহাল সাধারণ মানুষ

শনিবার কত হল দাম? কলকাতাসহ অন্যান্য শহরে জেনে নিন দাম

Oct 02, 2021, 10:46 AM IST

শুক্রবারের পর শনিবার দেশজুড়ে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পুজোর মুখে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। নিত্যদিন জ্বালানির মূল্যবৃদ্ধি (Fuel Price Rise) চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে।

1/8

শনিবার ফের বাড়ল জ্বালানির দাম

Fuel Price hiked for third day straight

নিজস্ব প্রতিবেদন: পেট্রল ও ডিজেলের দামে (Petrol Diesel Price) অব্যাহত রেকর্ড  বৃদ্ধি। শুক্রবারের পর শনিবার দেশজুড়ে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পুজোর মুখে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। নিত্যদিন জ্বালানির মূল্যবৃদ্ধি (Price Rise) চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মধ্যবিত্তের কপালে। শুক্রবার কত হল দাম? কলকাতাসহ (Kolkata Fuel Price) দেশের বাকি মেট্রো শহরে জ্বালানির দাম (Fuel Price) জেনে নিন।

2/8

দেশজুড়ে বাড়ল দাম

Fuel Price in India

শনিবার দেশজুড়ে প্রতি লিটারে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ৩০ পয়সা দাম বেড়েছে ডিজেলের। গত তিন বছরে  আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ হয়েছে জ্বালানির দাম। আর তার জেরেই এই মূল্যবৃদ্ধি। দেশের অধিকাংশ শহরেই একশো টাকার উপরে বিকোচ্ছে পেট্রল।  যদিও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কারণে বিভিন্ন শহরে দামের হেরফের রয়েছে।

3/8

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম

Petrol Diesel Price in Kolkata

শনিবার কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ১০২ টাকা ৭৭ পয়সা। শুক্রবার শহরে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা। পুজোর মুখে দাম বাড়ায় প্রভাব পড়ছে পরিবহন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপরেও।   

4/8

কোথায় সবচেয়ে বেশি দাম

Fuel Price highest in these state

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, দেশের চার মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি ১০৮.১৯ টাকায় বিক্রি হচ্ছে পেট্রল। সেঞ্চুরি থেকে পিছিয়ে নেই ডিজেলও। লিটার প্রতি ডিজেলের দাম ৯৮.১৬ টাকা। মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে ১১৩.২৮ টাকা প্রতি লিটারে বিকোচ্ছে পেট্রল। 

5/8

দিল্লিতে জ্বালানির দাম

Fuel Price in Delhi

এদিকে দাম বাড়লেও চার মহানগরের মধ্যে রাজধানীতে তুলনামূলক সস্তা ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৪৭ টাকা। পেট্রলের দাম ১০২.১৪ টাকা।

6/8

একশোর নিচে পেট্রল

Petrol Price under one hundred in Chennai

চার মেট্রো শহরের মধ্যে চেন্নাইতে পেট্রল এখনও পর্যন্ত একশোর নিচেই রয়েছে। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.০২ টাকা।

7/8

দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম

Fuel Price accross the cities of India

দেশের অন্যান্য শহরেও দামের তেমন হেরফের নেই।  ভোপালে পেট্রলের দাম লিটার প্রতি ১১০.৬৩ টাকা। ডিজেল ৯৯.৪১ টাকা। হায়দ্রাবাদে পেট্রলের দাম লিটার প্রতি ১০৬.২৬ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৮.৭২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৬৯ টাকা। ডিজেলের দাম ৯৬.০২টাকা। গুয়াহাটিতে পেট্রল লিটার প্রতি ৯৮.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৯.৯৩ টাকা। লখনউতে পেট্রল প্রতি লিটারে ৯৯.২৪ টাকা। ডিজেলের  দাম রয়েছে ৯০.৮৯ টাকা।

8/8

সকাল ৬টায় জ্বালানির দাম কার্যকর

Fuel Price comes into effect from 6 AM

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিবেচনা করে প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম নির্ধারণ করে সরকারি তেল সংস্থাগুলি। পরিবর্তিত দাম সকাল ৬টা থেকে কার্যকর হয়।