পরপর দু'দিন বাড়ল জ্বালানির দাম, মুম্বইয়ে পেট্রোলের দাম ৯০ টাকা ছুঁইছুই

Dec 03, 2020, 14:55 PM IST
1/5

পরপর দুদিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশজুড়ে লিটারপিছু পেট্রোল-ডিজেলের দাম বাড়ল কোথাও ২০ পয়সা, কোথাও একটু কম।

2/5

দিল্লিতে পেট্রোলের  দাম বাড়ল লিটারে ১৭ পয়সা। নতুন দাম হল ৮২.৬৬ টাকা। ডিজেলে বাড়ল লিটারপিছু ১৯ পয়সা। নতুন দাম ৭২.৮৪ টাকা।

3/5

মুম্বইয়ে এমনিতেই জ্বালানির দাম বেশি থাকে। বৃহস্পতিবার মুম্বইয়ে লিটারপিছু পেট্রোলের দাম হল ৮৯.৩৩ টাকা ও ডিজেলের দাম হল ৭৯.৪২ টাকা।

4/5

কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম হল ৮৪.১৮ টাকা ও ডিজেলের দাম গিয়ে দাঁড়াল ৭৬.৪১ টাকায়।

5/5

উল্লেখ্য, টানা ৪৮ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। ২০ নভেম্বর থেকে ফের দাম পরিবর্তন হতে থাকে। গত ১৩ দিন পেট্রোলের দাম বেড়েছে ১.৪৫ টাকা ও ডিজেলে বেড়েছে ২.১৫ টাকা প্রতি লিটার।