Fuel Price Hike: সেঞ্চুরির পরেও ঊর্ধ্বমুখী ডিজেলের দাম? শনিবার কলকাতায় কত?

জানুন দাম।

Oct 30, 2021, 12:56 PM IST
1/6

ফের জ্বালানির দামবৃদ্ধি

Fuel Price Hike

নিজস্ব প্রতিবেদন: ফের জ্বালানির দামবৃদ্ধি। সেঞ্চুরি করেও নিস্তার নেই ডিজেলের। এখনও ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজেলের দাম।

2/6

দিল্লি

Fuel Price Hike Delhi

দিল্লিতে (Delhi) দাম বেড়ে লিটার প্রতি পেট্রলের (Petrol) দাম ১০৮.৯৯ টাকা এবং ডিজেল (Diesel) লিটার প্রতি ৯৭.৭২ টাকা। 

3/6

মুম্বই

Fuel Price Hike Mumbai

বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) পেট্রলের (Petrol) দাম লিটার প্রতি ১১৪.৮১ টাকা এবং ডিজেলের (Diesel) দাম লিটার প্রতি ১০৫.৮৬ টাকা। 

4/6

চেন্নাই

Fuel Price Hike Chennai

চেন্নাইতে (Chennai) পেট্রল (Petrol) ১০৫.৭৪ টাকা/লিটার। চেন্নাইতে ডিজেল (Diesel) ১০১.৯২ টাকা/লিটার। 

5/6

ভোপাল, হায়দরাবাদ, বেঙ্গালুরু

Bhopal Hydrabad Bengaluru

ভোপালে পেট্রল লিটার প্রতি ১১৭.৭১ টাকা এবং ডিজেল ১০৭.১৩ টাকা। হায়দরাবাদে পেট্রল লিটার প্রতি ১১৩.৩৬ টাকা এবং ডিজেল ১০৬.৬০ টাকা। বেঙ্গালুরুতে পেট্রল লিটার প্রতি ১১৭.৭১ টাকা এবং ডিজেল ১০৭.১৩ টাকা।

6/6

কলকাতায় পেট্রলের দাম

Fuel Price Hike Kolkata

কলকাতায় পেট্রলের (Petrol) দাম ১০৯.৪৬ টাকা/লিটার। ডিজেল (Diesel) ১০০.৮৪ টাকা/লিটার।