1/4
মধ্যবিত্তের মাথায় হাত
2/4
খিদিরপুর বাজার বেড়েছে আলুর দাম
খিদিরপুর বাজার বেড়েছে আলুর দাম। শুক্রবার জ্যোতি আলু বিক্রি হয় ২২ টাকা প্রতি কেজি দরে। বৃহস্পতিবার তা ছিল ২০ টাকা/কেজি, বুধবার ছিল ১৬ টাকা/কেজি। তার আগে ছিল ১৪ টাকা/কেজি। চন্দ্রমুখী আলু শুক্রবার বিক্রি হল ২৪ থেকে ২৫ টাকা/কেজি দরে। আগে যা ছিল ২০ টাকা/কেজি। নতুন আলু বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা/কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহে আচমকা বেড়েছে আলুর দাম। তবে এই দাম আরও বাড়বে বলেই আশঙ্খা করছেন বিক্রেতারা।
photos
TRENDING NOW
3/4
খিদিরপুর বাজার
4/4
রাতারাতি দাম বাড়ল পোল্ট্রির ডিম-কাটাপোনার
মানিকতলা বাজারে গত কয়েকদিনে ধাপে ধাপে বাড়ল শাক-সবজির দাম। শুক্রবার সেখানে আপেল বিক্রি হল কেজি প্রতি ১২০ টাকায়, টম্যাটো ৮০ টাকায়, ঝিঙে ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকায়। রাতারাতি দাম বাড়ল পোল্ট্রির ডিম ও অন্ধ্রের কাটাপোনা মাছের। পোল্ট্রির ডিম বৃহস্পতিবার বিক্রি হয় সাড়ে ৫ টাকা/পিস। শুক্রবার বিক্রি হল ৬ টাকা/পিস। অন্ধ্রের কাটাপোনা মাছে বৃহস্পতিবার বিক্রি হয় ৩৩০ টাকা/কেজি। শুক্রবার বিক্রি হল ৩৫০ টাকা/কেজি।
photos