Hottest place in India: চুরুর চেয়েও উষ্ণ, মরুভূমির গরমকে টেক্কা দিল এই 'ফ্রাইং প্যান' শহরগুলি!
Apr 16, 2024, 13:59 PM IST
1/6
চুরুর চেয়েও উষ্ণ...!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে পরিচিত রাজস্থানের থর মরুভূমির চুরু।
2/6
চুরুর চেয়েও উষ্ণ...!
সেই চুরুতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে তিলোত্তমার তাপমাত্রা তার থেকে ৬ বেশি!
photos
TRENDING NOW
3/6
চুরুর চেয়েও উষ্ণ...!
আর গাঙ্গেয় বঙ্গে তিলোত্তমা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। দমদমে ৩৯.৫।
4/6
চুরুর চেয়েও উষ্ণ...!
সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস। ওদিকে ইতিমধ্যেই বর্ধমানের পানাগড়ে পারদ ছুঁয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস।
5/6
চুরুর চেয়েও উষ্ণ...!
বাঁকুড়ার বিষ্ণুপুরে তাপমাত্রা পৌঁছেছে ৪১.৫ ডিগ্রিতে, মেদিনীপুরে ৪১.৬। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। আসানসোলেও ৪০.২, কলাইকুণ্ডায় ৪০.০।
6/6
চুরুর চেয়েও উষ্ণ...!
প্রসঙ্গত, এহেন 'তপ্ত' পরিস্থিতিতে কলকাতা ও দক্ষিণবঙ্গে আগেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।