ভয়ঙ্কর বিপাশা, হরপা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃত ১৮

Aug 14, 2018, 16:35 PM IST
1/7

Himachal Pradesh_1

Himachal Pradesh_1

হরপা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এক টানা প্রবল বৃষ্টির জেরে নদীর জল বিপদসীমার উপর বইতে শুরু করেছে।

2/7

Himachal Pradesh_2

Himachal Pradesh_2

সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের।

3/7

Himachal Pradesh_3

Himachal Pradesh_3

প্রশাসনের তরফে জানানো হয়েছে রবিবার রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়। যার জেরে নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাহাড়ে ধস নামতে দেখা যায়।

4/7

Himachal Pradesh_4

Himachal Pradesh_4

জানা গিয়েছে, সোলান জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। মান্ডি, হামিরপুর ও কংগরা জেলায় মোট ৮ জন মারা গিয়েছেন।

5/7

Himachal Pradesh_5

Himachal Pradesh_5

যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকার্য। দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে আসা হয়ছে। প্রশাসনের তরফে খোলা হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও।

6/7

Himachal Pradesh_6

Himachal Pradesh_6

বিপাশা নদীর জল বিপদসীমার উপর বইছে। ভেসে গিয়েছে জাতীয় সড়ক।

7/7

Himachal Pradesh_7

Himachal Pradesh_7

টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ড এবং জম্ম ও কাশ্মীরেও পাহাড়ে ধস নেমেছে।