পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বুথ পিছু ভোটার সংখ্যা 'বেঁধে দিল' কমিশন!

Nov 02, 2020, 17:19 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : বছর ঘুরলেই বিধানসভা ভোট। এদিকে করোনার সংক্রমণ কমার এখনও কোনও লক্ষ্মণ নেই। ভ্যাকসিনও এখনও বাজারে আসেনি। এই পরিস্থিতিতে কোভিড আবহের মধ্যেই এরাজ্যে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

2/5

কোভিড পরিস্থিতিতে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

3/5

বুথে যাতে লম্বা লাইন না পড়ে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ। এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

4/5

তার পরদিন অর্থাত্ ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন। উল্লেখ্য, করোনার কারণে এরাজ্যে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট।

5/5

প্রসঙ্গত, করোনা আবহের মধ্য়ে দেশে প্রথম ভোট হয়েছে বিহারে। করোনা বিধি মেনে বিধানসভা ভোট হয় বিহারে।