আজব কাণ্ড! মমির হল CT Scan, ইতিহাসে বিরল

Jun 25, 2021, 17:53 PM IST
1/8

এবার এক ইজিপ্টের মমির সিটি স্ক্যান করল ইতিহাসবিদেরা। পৃথিবীর অষ্টম আশ্বর্যের মধ্যে মিশরের পিরামিড অন্যতম। সেখান থেকেই উদ্ধার এক মমির ইতিহাস জানতে এই কাজ করা হল। 

2/8

গবেষকরা উদ্ধারকৃত মমির সিটি স্ক্যান করিয়ে তাঁর অঙ্গপ্রত্যঙ্গের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন। সিভিক আর্কিওলজিকাল মিউজিয়াম অফ বার্গেমো থেকে মিলানের পলিক্লিনিকো হাসপাতালে নিয়ে আসা হয় মমিটিকে।

3/8

মমির মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে কি না তা বোঝার জন্য এই সিটি স্ক্যান পদ্ধতিকে বেছে নিয়েছেন গবেষকরা।

4/8

Ankhekhonsu-এর মমি উদ্ধার হয়। মিশরীয় ইতিহাস থেকে জানা যায় ইনি ছিলেন একজন পুরোহিত। বিশেষজ্ঞরা মান্যতা দিচ্ছেন মমির গায়ের জামাকাপড় দেখে।

5/8

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছেন, এই মমিটির বয়স ৩ হাজার বছর পুরোনো। 

6/8

মমি প্রজেক্ট রিসার্চ-এর ডিরেক্টর সাবিনা মালগোরা, "এরা সময়ের অনেক কিছু জানান দেয়।"

7/8

৯০০ থেকে ৮০০ খ্রীষ্টপূর্বের সময় সারকোফেগাস এর মমি থেকে এই খবর পাওয়া গিয়েছে।

8/8