1/8
2/8
দুর্গাপুরে দামোদর ব্যারেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, জল ছাড়া হচ্ছে ১ লাখ ৮৬ হাজার কিউসেক। এই পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সেচ দফতরের আধিকারিকরা। গতএকদিনে আসানসোল বৃষ্টি হয়েছে ৩৪৫ মিলিমিটার, দুর্গাপুরে ২২০ মিলিমিটার, গঙ্গাজলঘাটিতে ৩৭১ মিলিমিটার, কাঁটাবাঁধে বৃষ্টি হয়েছে ২৬৫ মিলিমিটার। এক ফলে দক্ষিণবঙ্গের খানাকুল, উদয়নারায়ণপুর, আমতার মতো নীচু এলাকা ঢুবতে পারে বলে মনে করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/8
গত ২ দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক ওয়ার্ড। দুর্ভোগে শহরের মানুষজন। নগর নিগম এলাকার বাইরেও বেশকিছু এলাকায় জল ঢুকেছে।দুর্গপুরের ৪, ৮, ১৩, ৩৪ ও ৪৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। শহরের বাইরে কালিনগর এলাকায় একটি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে গবাদি পশু। জল দাঁড়িয়ে গিয়েছে পান্ডবেশ্বর, অন্ডাল থানা এলাকায়। জলমগ্ন অন্ডাল রেল ব্রিজ সাবওয়ে।
4/8
5/8
6/8
মঙ্গলবার সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার অন্যান্য নদীর মতোই জলস্তর বৃদ্ধি পায় দামোদর ও তার উপনদী গাইঘাটা জোড়ের। গতকাল রাতেই ওই দুই নদীর জল বিপদসীমা ছুয়ে ফেলে। ভোর তিনটা নাগাদ ওই দুই নদীর জল পাড় উপচে ঢুকতে শুরু করে মেজিয়ার বিস্তীর্ণ এলাকায়। এদিন ভোরের দিকে দামোদর ও গাইঘাটা জোড়ের জলে প্লাবিত হয় মেজিয়া ব্লকের তারাপুর, ইন্দাড়া, বেলবরিয়া, চরমানা, রেল কলোনি, রামচন্দ্রপুর সহ বিভিন্ন গ্রাম।
7/8
8/8
photos