Durga Puja 2023 Weather: পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেমন থাকবে আকাশ? স্পষ্ট জানাল হাওয়া অফিস!

Oct 13, 2023, 16:13 PM IST
1/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

অয়ন ঘোষাল: পুজোর সময় কেমন থাকবে ওয়েদার? সাংবাদিক বৈঠকে স্পষ্ট করল হাওয়া অফিস।  

2/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

পুজোর আগেই সুখবর। আবহাওয়া দফতর স্পষ্ট জানাল, দক্ষিণবঙ্গ থেকে আজ-ই বিদায় নিল বর্ষা। উত্তরবঙ্গে মালদা থেকেও বিদায় বর্ষার।   

3/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ থেকে ২৪ অক্টোবর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যে প্রায় নেই বললেই চলে। ব্যতিক্রম শুধু দার্জিলিং ও কালিম্পং।   

4/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

অর্থাৎ পুজোয় বৃষ্টি অসুরের দাপাদাপির আশঙ্কা খারিজ। ১৭ এবং ১৮ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।   

5/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

আর পুজোর দিনগুলোতে ২১,২২,২৩,২৪ উপকূলের জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া।   

6/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

২০ অক্টোবর থেকে তাপমাত্রা নামবে। খুব সামান্য হলেও, নামবে তাপমাত্রা।  

7/7

পুজোর আবহাওয়া!

Durga Puja 2023 Weather

২৩ শতাংশ ঘাটতি দিয়েই এবছর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিল বর্ষা। তবে এল নিনো এফেক্টের কথা মাথায় রাখলে, এই ঘাটতি বিরাট কিছু নয়।