বক্সার দুর্গম পথ হল সুগম, আলিপুরদুয়ারের জেলাশাসকের উদ্যোগে পৌঁছল 'Duare Sarkar'
Aug 28, 2021, 21:50 PM IST
1/6
মানুষের দুয়ারে সরকার
নিজস্ব প্রতিবেদন:'দুয়ারে সরকার' এবার সত্যিই মানুষের দুয়ারে। গিরি পার করে দুর্গম বক্সায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি পৌঁছে দিলেন খোদ জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা।
2/6
বক্সার বসতি
পরিবহণ ব্যবস্থা নেই বললেই চলে। দুর্গম পাহাড়ি পথ। পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে বসতি কয়েকটি গ্রামের। থাকেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। তা বলে কি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন? সেই সব মানুষদের জন্য 'দুয়ারে সরকার'-র শিবির বসালেন আলিপুরদুয়ারের জেলাশাসক।
photos
TRENDING NOW
3/6
ছিলেন বিডিও
এ দিন জেলাশাসকের সঙ্গে ছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন ও সরকারি আধিকারিকরা।
4/6
নিজেই ফর্ম বিলি করলেন
একে দুর্গম পথ। তার উপরে বৃষ্টি। চড়াই-উতরাই ভেঙে শনিবার ওই এলাকায় পৌঁছন মীনা। শুধু তদারকিই নয় নিজে হাতে উপভোক্তাদের সরকারি ফর্ম বিলি করেন। এহেন উদ্যোগে খুশি গ্রামবাসী।
5/6
জেলাশাসকের বক্তব্য
আলিপুরদুয়ারের জেলাশাসকের কথায়,'বৃষ্টির মাঝেও প্রচুর মানুষ এসেছেন। এতেই বোঝা যাচ্ছে কতটা উৎসাহ। সরকারি সুযোগ-সুবিধাগুলি পৌঁছে দিতে এখানে ফের আসব।'
6/6
দুয়ারে টিকা
এর আগেও ট্রেকিং করে ভারতের শেষ গ্রামে কোভিড টিকা নিয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক। এবার তাঁর চেষ্টায় বক্সা পাহাড়ের নেপালি স্কুলে শিবির বসল 'দুয়ারে সরকার'-র।