বক্সার দুর্গম পথ হল সুগম, আলিপুরদুয়ারের জেলাশাসকের উদ্যোগে পৌঁছল 'Duare Sarkar'

Aug 28, 2021, 21:50 PM IST
1/6

মানুষের দুয়ারে সরকার

Duare Sarkar at buxa

নিজস্ব প্রতিবেদন:'দুয়ারে সরকার' এবার সত্যিই মানুষের দুয়ারে। গিরি পার করে দুর্গম বক্সায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মসূচি পৌঁছে দিলেন খোদ জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা।

2/6

বক্সার বসতি

Buxa villages

পরিবহণ ব্যবস্থা নেই বললেই চলে। দুর্গম পাহাড়ি পথ। পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে বসতি কয়েকটি গ্রামের। থাকেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। তা বলে কি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন? সেই সব মানুষদের জন্য 'দুয়ারে সরকার'-র শিবির বসালেন আলিপুরদুয়ারের জেলাশাসক। 

3/6

ছিলেন বিডিও

With BDO

এ দিন জেলাশাসকের সঙ্গে ছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন ও সরকারি আধিকারিকরা। 

4/6

নিজেই ফর্ম বিলি করলেন

Forms distribution

একে দুর্গম পথ। তার উপরে বৃষ্টি। চড়াই-উতরাই ভেঙে শনিবার ওই এলাকায় পৌঁছন মীনা। শুধু তদারকিই নয় নিজে হাতে উপভোক্তাদের সরকারি ফর্ম বিলি করেন। এহেন উদ্যোগে খুশি গ্রামবাসী।  

5/6

জেলাশাসকের বক্তব্য

Meena's speech

আলিপুরদুয়ারের জেলাশাসকের কথায়,'বৃষ্টির মাঝেও প্রচুর মানুষ এসেছেন। এতেই বোঝা যাচ্ছে কতটা উৎসাহ। সরকারি সুযোগ-সুবিধাগুলি পৌঁছে দিতে এখানে ফের আসব।'    

6/6

দুয়ারে টিকা

Duare Vaccine

এর আগেও ট্রেকিং করে ভারতের শেষ গ্রামে কোভিড টিকা নিয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক। এবার তাঁর চেষ্টায় বক্সা পাহাড়ের নেপালি স্কুলে শিবির বসল 'দুয়ারে সরকার'-র।