নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন টুপি

Dec 08, 2020, 15:02 PM IST
1/5

প্রয়াত অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন টুপি নিলামে উঠছে।

2/5

চলতি সপ্তাহেই নিলামে তোলা হবে ব্র্যাডম্যানের টুপি। পিকলস অকশন বিষয়টি নিশ্চিত করেছে।

3/5

১৯২৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যান ডন ব্র্যাডম্যানের।  

4/5

টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.০৪। যে রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

5/5

পিকলস অকশন জানিয়েছে,১৯৫৯ সালে স্যার ডোনাল্ড তাঁর প্রতিবেশী পিটার ডানহামকে উপহার দিয়েছিলেন। কেনসিংটন গার্ডেন্সে ব্র্যাডম্যানের বাড়ির পিছনেই ডানহামের বাড়ি ছিল। ২০০৩ সাল থেকে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপিটি স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়ার কাছে রাখা হয়েছে।