সন্দেহ করাই ভালো, সাধারণ এইসব জিনিস ক্যান্সারের লক্ষণ হতে পারে
Nov 25, 2018, 16:58 PM IST
1/7
s 7
সাধারণ জিনিস তাই হয়তো গুরুত্ব দেন না। এগুলিই মারাত্মক কোনও রোগের পূর্বলক্ষণ হতে পারে। বিশেষ করে ক্যান্সার। জেনে নিন তারই কয়েকটি।
2/7
s 6
হঠাত্ ত্বকের রঙ বদল হতে শুরু করলে অবহেলা করবেন না। লিভার ক্যান্সারের এক পর্যায়ে ত্বকের রঙ হলদেটে হয়ে যেতে পারে। কখনও কখনও শ্বাসযন্ত্রে ক্যান্সারের ফলে ত্বকে নীল ছোপ দেখা দিতে পারে।
photos
TRENDING NOW
3/7
S 5
টানা সর্দি-কাশি হলে তা অবহেলা করার নয়। অনেক সময়ে লাং ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সারে এরকম হতে পারে।
4/7
S 4
হাড়ে ব্যাথা বহুদিন ধরে লেগে থাকলে তাকে বাত বলে অবহেলা না করাই ভালো। হাড়ের ক্যান্সারে এরকম নাছোড় যন্ত্রণা হতে পারে।
5/7
S 3
বাহুমূলে কোনও মাংসপিণ্ড বা লাম্প হলে সাবধান। বিশেষ করে মহিলারা। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা একটা লক্ষণ হতে পারে।
6/7
S 2
পাঁজরের নীচে ব্যাথা বিভিন্ন কারণে হতে পারে। কখনও কখনও শোয়ার গন্ডগোলের জন্য ব্যাথা হতে পারে। তবে লিভার ক্যান্সারের ক্ষেত্রে এমন ব্যাথা হতে পারে। হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে পাঁজরে ব্যাথা হতে পারে।
7/7
s 1
কোনও জিনিস গিলতে সমস্যা হলে তাকে অবহেলা করা উচিত নয়। গলায় ক্যান্সারের ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছে।