Shankar Ghosh On NB University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই কি আচার্য হচ্ছেন মমতা? সরব বিজেপি বিধায়ক
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র উপাচার্য নয়, বিদ্যালয়ের বিভিন্ন দফতর নানা প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত। বহু প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি হাতে চলে যাচ্ছে। কোন প্রকার সরকারি উদ্যোগ নয় উপাচার্যের নিজস্ব উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে বিজ্ঞান ভবন। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কোথা থেকে আসছে টাকা?" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়
4/6
5/6
আচার্য প্রসঙ্গে শঙ্কর বলেন , "হঠাৎ করে মুখ্যমন্ত্রী আচার্য হতে যাচ্ছেন কেন? এই দুর্নীতিগ্রস্তদের মাথায় ছাতা ধরার জন্যই কি তিনি আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। আচার্য যদি তিনি আইনের বলে হন তাহলে আমাদের অন্য কোনও পথ ভাবতে হবে। আসলে আচার্য হওয়া, বিধানসভায় বলতে না দেওয়া এটাই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ।" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়
6/6
এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। তোলেন উত্তর-দক্ষিণ প্রসঙ্গেও। শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গের কেউ এখনওপর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হননি। ওপার থেকে এই ধরনের মানুষ গুলো উপাচার্য হন শাসক দলের প্রতিনিধিত্ব ও দুর্নীতি করার জন্য। উত্তরবঙ্গেও বহু মানুষ রয়েছেন যারা যোগ্য। কিন্তু বরাবরের মত বঞ্চনা করা হয়েছে। ওপার থেকে এখানে এসে সর্বময় কর্তা হয়ে যাচ্ছেন। তবে উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে যা বলার তা আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা বলবেন। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে আমি আগেও যা বলেছি আগামীতেও তা বারবার করে বলে যাব। রাজ্য তৈরি করার বিষয় প্রশাসন ঠিক করবে , এটা প্রশাসনিক বিষয়।" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়
photos