চম্বল,পান্না থেকে রেনেহ জলপ্রপাত, Madhya Pradesh বেড়ানোর ছবি পোস্ট Birsa, Bidipta-র

Jan 09, 2021, 14:15 PM IST
1/10

করোনা মহামারীর এই সময়ে বহুদিন ঘরবন্দি থাকার পর আপাতত অনেক তারকাই এখন ছুটির মেজাজে। পরিচালক স্বামী বিরসা দশগুপ্ত ও দুই মেয়ে মেখলা দাশগুপ্ত ও ইদারা দাশগুপ্তকে নিয়ে মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। মধ্যপ্রদেশ বেড়ানোর নানান লেন্সবন্দি মুহূর্ত উঠে এসেছে বিদিপ্তার সোশ্য়াল মিডিয়ার পাতায়।      ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

2/10

মধ্যপ্রদেশের গোয়ালিয়র ফোর্টে বিদিপ্তা চক্রবর্তী। বাঁদিকের ছবিতে দুই মেয়ে মেখলা ও ইদারা।     ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

3/10

মধ্যপ্রদেশের পান্নার জঙ্গলে 'জঙ্গল সাফারি' বিরসা-বিদিপ্ত ও তাঁদের দুই মেয়ের।        ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

4/10

ছবিগুলি পোস্ট করে বিদিপ্তি লিখেছেন, ''পান্নার জঙ্গল, আমরা আর কর্ণাবতী নদী...বেশিরভাগ ছবিই বিরসা বাবু তুলেছেন''।     ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক  

5/10

এই ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ''মাঝখান দিয়ে বয়ে গেছে কেন্ নদী। মধ্যপ্রদেশের ঠিক মাঝখানে ভারতের সবচেয়ে পুরনো জঙ্গলগুলোর মধ্যে একটা, পান্না...''       ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

6/10

মধ্যপ্রদেশ চম্বল নদীর তীরে বিরসা-বিদীপ্ত। ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ''ফুলনদেবীর সেই জমি, চম্বল নদীতে সূর্যাস্ত''।     ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

7/10

মধ্যপ্রদেশের ছত্রপুরে রেনেহ জলপ্রপাতের এই ছবিগুলি লেন্সবন্দি করেছেন বিদিপ্তা চক্রবর্তী।      ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

8/10

রেনেহ জলপ্রপাতের এই ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ''বর্ষায় এর রূপ ই অন্য। ভয়ঙ্কর সুন্দর। ভেসে যায় চারপাশ। কিন্তু তখন এই rock formation গুলো দেখা যায় না। গ্রানাইট, বেসল্ট, ডলোমাইট আরও কত রকম পাথর জমে naturally তৈরি হয়েছে আমাদের এই দেশীয় Grand Canyon..''   ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

9/10

মধ্যপ্রদেশ বুন্দেলখন্ডের রাজা বীর সিং দেও-এর তৈরি প্রসাদে দুই মেয়ে ও পরিচালক স্বামী বিরসা দাশগুপ্তের সঙ্গে বিদিপ্তা চক্রবর্তী।    ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক

10/10

রাজা বীর সিং দেও-এর তৈরি এই প্রসাদের ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ''১৬১৪ সালে ৩৫ লাখ টাকা খরচ করে বুন্দেলখন্ডের রাজা বীর সিং দেও তৈরি করেছিলেন এই প্যালেস টি.. প্রাসাদের প্রতিটি কোণে কোণে কত যে ইতিহাস লুকিয়ে আছে!''   ছবি সৌজন্য- বিদিপ্তা চক্রবর্তীর ফেসবুক