বইমেলা থেকে মহম্মদের জীবনী ও ভাষণের সংকলন- দুটি বই নিয়ে বেরোলেন দিলীপ
Jan 31, 2020, 00:02 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: বইমেলায় দিলীপ ঘোষের হাতে মহম্মদের জীবনী বই ও ভাষণের সংকলন। পড়বেন নাকি? বিজেপির রাজ্য সভাপতি বললেন,''হ্যাঁ নিশ্চয়।''
2/5
বইমেলায় একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে দেখে 'আহমেদিয়া মুসলিম জামাত' স্টলের কর্তাব্যক্তিরা ডাকেন তাঁকে। সাড়া দেন দিলীপ।
photos
TRENDING NOW
3/5
ওই বুক স্টলে গিয়ে বিভিন্ন বই ঘেঁটে দেখেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁকে মহম্মদের জীবনী ও তাঁর ভাষণের সংকলন উপহার দেন স্টলের কর্তারা। হাসিমুখেই উপহার নেন দিলীপ।
4/5
দিলীপ ঘোষ বলেন,''ওনারা ডাকলেন তাই এলাম। মহম্মদের জীবনী ও ভাষণের সংকলন দিয়েছেন। পড়ব বই দুটি। বিভিন্ন মত সম্পর্কে জানা দরকার।''
5/5
আহমেদিয়া মুসলিম সমাজের সঙ্গে বিজেপির সম্পর্ক বেশ ভালোই। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। সেখানে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান আহমেদিয়ারা। বলে রাখি, পাকিস্তানে নির্যাতত আহমেদিয়ারাও।