বোমার ফ্যাক্টরি চলছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

Nov 07, 2022, 10:00 AM IST
1/8

মথুরাপুর প্রসঙ্গে

মথুরাপুর প্রসঙ্গে

দিলীপ ঘোষের দাবি, 'রাজ্যের সর্বত্র জঙ্গিদের ঘাঁটি। এর সঙ্গে রাজনীতি যুক্ত। পুলিস জানে কিন্তু ব্যবস্থা নেয়না। সরকারি সহানুভূতি আছে তাদের সঙ্গে। জাল বিস্তার চলছে। ইন্টালিজেন্স রিপোর্ট আছে। রাজ্য বারুদের স্তূপে বসে আছে'। 

2/8

নাগরিকত্ব

নাগরিকত্ব

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'সি এ এ, এন আর সির প্রয়োজন। আগে সি এ এ দরকার। তাই রাজ্য বিরোধিতা করছে। কারণ এরাই ভোট করায়'।  

3/8

প্রতিবাদীদের উঠে যাওয়ার ইমেল

প্রতিবাদীদের উঠে যাওয়ার ইমেল

এই প্রসঙ্গে তিনি বলেন, 'চাকরি দেয়না। বসতেও দেয়না। ওরা কাউকে ডিস্টার্ব করেনা। ওরা সরকারের চোখের বালি'।

4/8

দেগঙ্গায় বিস্ফোরণ

দেগঙ্গায় বিস্ফোরণ

বিস্ফোরক দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'দেগঙ্গা, শাসন, প্রতিনিয়ত বোমার ফ্যাক্টরি চলছে। বুঝে দেখুন পঞ্চায়েত ভোট কিরকম হবে'।   

5/8

বালুরঘাট কিডন্যাপ প্রসঙ্গে

বালুরঘাট কিডন্যাপ প্রসঙ্গে

তিনি বলেন, 'আগে বিহারে কিডন্যাপ হত। এখন এই রাজ্যে হয়। কিছুটা অভাব, বাকিটা স্বভাব। সমাজবিরোধী পুষে রেখেছেন। তাদের খাওয়াতে হবে তো'।   

6/8

উদয়নের বিছুটি দাওয়াই

উদয়নের বিছুটি দাওয়াই

উদয়ন গুহ সম্পর্কে তিনি বলেন, 'অনুব্রত হতে চলেছেন। ওনাকে বলব কেষ্টকে ফোন করে দেখে নিন কেমন আছেন'।   

7/8

ফিরহাদ হাকিমের বীরভূম সফর

ফিরহাদ হাকিমের বীরভূম সফর

ফিরহাদ হাকিম আনন্দ পেয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন কেষ্ট গেলেও বীরভূম বীরভূমেই আছে। উনি দেখতে গিয়েছিলেন কেষ্ট নেই। কিন্তু বীরভূম কেমন আছে। উনি যা দেখার দেখে এসেছেন।

8/8

দলে শুদ্ধিকরণের দাওয়াই সৌগতর

দলে শুদ্ধিকরণের দাওয়াই সৌগতর

তৃণমূলের শুদ্ধিকরণ প্রসঙ্গে তাঁর দাবিম 'আগে সৌগত মদনকে বাদ দিতে হবে। ওরা টাকা নিচ্ছে দেখা গেছে। ওদের দেখে বাকিরা শিখছে। ঠগ বাছতে গাঁ উজাড়'।