Alipore Zoological Garden: আলিপুরে উলটপুরাণ! চিড়িয়াখানায় এবার মানুষের জন্যই খাঁচা, স্বাধীন ভাবে ঘুরবে পশুপাখি...

Alipore Zoological Garden: 'ওয়াক ইন ওয়ে' কী বস্তু জানেন? এবার সেটাই হতে চলেছে বাঙালির বড় সাধের আলিপুর চিড়িয়াখানায়। জেনে নিন, কী সেটা? তাতে আপনার কী সুবিধা?

| Nov 25, 2024, 17:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এবার শীতে উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানায় এবার 'ওয়াক ইন ওয়ে' সিস্টেম। সেখানে স্বাধীন ভাবে মুক্ত মনে ঘুরে বেড়াবে পশুপাখি। আর মানুষের জন্য থাকবে খাঁচা! আশ্চর্য হচ্ছেন?

 

1/6

দর্শকেরা খাঁচায়

হ্যাঁ, এবার আলিপুর চিড়িয়াখানায় দর্শকেরা ঢুকে যাবেন খাঁচায়! কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

2/6

১৫০-য়ে প্রথম

আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছরের ইতিহাসে এই সিস্টেম এই প্রথমবার। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

3/6

গ্লাস এনক্লোজারে

এবার বিশেষ ভাবে তৈরি গ্লাস এনক্লোজারে ঢুকে পড়বেন দর্শকেরা, মানে খাঁচায় মানুষ আর মুক্ত পাখিরা। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

4/6

'বার্ডস উইংস ওয়াক ইন ওয়ে'

আজ ২৫ নভেম্বর শীতের মরশুমে শুরু হচ্ছে 'বার্ডস উইংস ওয়াক ইন ওয়ে'। ৬০ মিটার লম্বা এবং প্রায় ৪ মিটার উঁচু কাচের তৈরি খাঁচা। খাঁচার ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে মুক্ত বিহঙ্গদের দেখবেন দর্শনার্থীরা। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

5/6

১৪ প্রজাতির পাখি

দেশ-বিদেশের ১৪ প্রজাতির পাখি থাকবে এই এনক্লোজারে। প্রায় দেড়শো পাখি রাখা হয়েছে। খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। এই কাচের খাঁচা দেখে খুশি অনেকেই। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)

6/6

অন স্পট অনলাইন টিকিট

পাখিদের জন্য হলেও, এখনই বাঘ-সিংহ বা অন্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে এরকম গ্লাসওয়াক তৈরি করার চিন্তাভাবনা আপাতত নেই। 'ওয়াক ইন এনক্লোজারে'র উদ্বোধনের সঙ্গে-সঙ্গে 'অন স্পট অনলাইন' টিকিটেরও উদ্বোধন হয় আজ। (ছবি ও তথ্য: অয়ন ঘোষাল)