লকডাউন এর সময় ইএমআই দিয়েছেন? তাহলে ব্যাঙ্ক আপনাকে দেবে ক্যাশব্যাক
Oct 25, 2020, 14:26 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: লকডাউন এর সময় ইএমআই দিয়েছেন? তাহলে ব্যাঙ্ক আপনাকে দেবে ক্যাশব্যাক। উৎসব মরশুমের মধ্য গগনে ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর শোনালো কেন্দ্র।
2/5
কেন্দ্রে তরফে জানানো হয়েছে গত ছয় মাসের মোরটরিয়াম সময়সীমার সময় দু'কোটি টাকা পর্যন্ত ঋণ এর ক্ষেত্রে চক্রবৃদ্ধি হারে সুদ ধার্য করা হয়েছিল তা মুকুব করা হচ্ছে তার ফলে বাড়ি অটোমোবাইল ছোট ব্যবসা ও মাঝারি শিল্পের জন্য ঋণ গ্রহণ করেছিলেন বা যাদের ক্রেডিট কার্ডের বকেয়া রয়েছে তারা এই সুবিধা পাবেন।
photos
TRENDING NOW
3/5
অর্থমন্ত্রী গাইডলাইন জারি করেছে তাতে জানানো হয়েছে করোনা পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ক্ষেত্রে আর্থিক সাহায্যের প্রকল্পের অনুমোদন দিয়েছে।
4/5
তাই ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন। আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে যোগ্য ঋণগ্রহীতাদের এই সুবিধা দেওয়া হবে।
5/5
যারা মোরেটোরিয়ামের সুবিধা নেননি তারা ঋণ মুকুব সুবিধাও পাবেন। তবে তাদের ঋণের পরিমাণ দু - কোটি টাকার কম হবে। জানা গিয়েছে এই খাতে প্রায় ৬৫০০ কোটি টাকা খরচ হবে।