Devlina Kumar: লন্ডনের রাস্তায় কার সঙ্গে ঘুরছেন দেবলীনা?

| Nov 26, 2021, 22:07 PM IST
1/7

লন্ডনের পথে পথে

In London

নিজস্ব প্রতিবেদন: লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেতা দেবলীনা কুমার। লন্ডনের রাস্তায় ওয়েস্টার্ন পোশাকে ঝড় তুলেছেন নায়িকা।   

2/7

স্টাইল স্টেটমেন্ট

Style Statement

রিপড জিনস ও লং কোটে দেবলীনার স্টাইল স্টেটমেন্ট নজরকাড়া।   

3/7

কার সঙ্গে?

With whom?

কিন্তু কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। কে ফ্রেমবন্দি করছেন নায়িকাকে?   

4/7

গৌরবের সঙ্গে

With Gourab

নায়িকার সোশ্যাল মিডিয়ায় সঙ্গীর দেখা না পাওয়া গেলেও, তাঁর সঙ্গী ফাঁস করলেন দেবলীনার ছবি। গৌরবের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেতা।   

5/7

নতুন শহরে

Around the city

ট্রেনে চেপে ঘুরে বেড়াচ্ছেন এই তারকা দম্পতি।   

6/7

শুটিং থেকে ছুটি

working vacation

তবে গৌরব শুধুমাত্র ছুটি কাটাচ্ছেন না, পাশাপাশি ছবির শুটিংও সারছেন অভিনেতা।   

7/7

ঘরে ফেরার গান

Ghore Pherar Gaan

অরিত্র সেনের পরিচালনায় ঘরে ফেরার গান মিউজিকাল ছবিতে অভিনয় করছেন গৌরব। সেই ছবিরই শুটিং করছেন অভিনেতা।