প্রতিটি ব্লকে ধর্মীয়স্থানের জমি-সহ একগুচ্ছ দাবিতে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের
Nov 11, 2018, 20:46 PM IST
1/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
তেলেঙ্গানায় বিধানসভা ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে উঠল সংখ্যালঘু তোষণের অভিযোগ। একগুচ্ছ দাবি নিয়ে একটি প্রস্তাবপত্র প্রকাশ করেছে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। ওই প্রস্তাবটির নাম দেওয়া হয়েছে 'কংগ্রেস খৃষ্ট্রান ইস্তাহার'।
2/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
এই ইস্তাহারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় চাপে পড়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ওই ইস্তাহারে ১০টি দাবি করা হয়েছে।
photos
TRENDING NOW
3/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
খৃষ্ট্রান বিশপ ও প্যাস্টরদের নিরাপত্তা।
প্যাস্টরদের দিতে হবে বেতন।
প্রতিটি মণ্ডলে গির্জা নির্মাণের জন্য দিতে হবে জমি।
খৃষ্ট্রান তীর্থযাত্রীদের জন্য দিতে হবে অনুদান।
4/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
লোকসভা, রাজ্যসভা ও বিধানসভা নির্বাচনে খৃষ্ট্রান প্রতিনিধিকে দাঁড় করাতে হবে।
খৃষ্ট্রান সাংবাদিকদের বাড়ি, চাকরি, ওষুধপত্র ও সন্তানদের শিক্ষার বন্দোবস্ত করার প্রয়োজন।
রাজ্যে খৃষ্ট্রান ভবন ও জেলায় জেলায় খৃষ্ট্রান কমিউনিটি হল তৈরি করতে হবে
5/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
কংগ্রেসের এহেন ইস্তাহার প্রকাশের পর কংগ্রেসের বিরুদ্ধে নিলর্জ্জ তোষণের অভিযোগ করেছে বিজেপি। তাদের দাবি ভোটের আগে মেরুকরণের রাজনীতি করছে রাহুল গান্ধীর দল।
6/7
ইস্তাহার বিতর্কে কংগ্রেস
কংগ্রেসের দাবি, এটা শুধুমাত্র প্রস্তাব। দলের নির্বাচনী ইস্তাহার নয়।