Hansraj College stopped non-veg food: ক্যান্টিন থেকে হস্টেল, মাছ-মাংস খেতে পারবে না পড়ুয়ারা! দিল্লির কলেজে জারি 'ফতোয়া'
1/6
হংসরাজ কলেজে বন্ধ মাছ-মাংস!
2/6
হংসরাজ কলেজে বন্ধ মাছ-মাংস!
photos
TRENDING NOW
3/6
হংসরাজ কলেজে বন্ধ মাছ-মাংস!
4/6
হংসরাজ কলেজে বন্ধ মাছ-মাংস!
তাঁর কথায়, 'আমি ঠিক মনে করতে পারছি না কবে কখন আমিষ খাবার পরিবেশন বন্ধ করা হয়েছিল। তবে এটা ৩-৪ বছর আগের কথা। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। আর মাছ-মাংস বন্ধের বিষয়ে কমিটি অবশ্যই পড়ুয়াদের সঙ্গে কথা বলেছে। কথা বলার পরই নন-ভেজ খাবার পরিবেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
5/6
আমিষ খাবার খেতে বাধা
প্রসঙ্গত, গতবছর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আমিষ খাওয়াকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ বাধে। অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্ররা রাম নবমীতে বামপন্থী ছাত্রদের আমিষ খাবার খেতে বাধা দেয়। পাশাপাশি, ক্যাম্পাসে কাবেরী হস্টেলের মেস সেক্রেটারিকে হেনস্থারও অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে।
6/6
জেএনইউতে আমিষ বিতর্ক
photos