মাথায় গোলাপি হেলমেট, হাতে লঙ্কার গুঁড়ো, রাস্তায় নামছে পুলিসের প্রমীলা বাহিনী

Nov 28, 2019, 17:39 PM IST
1/6

 গোলাপি মহিলাদের পছন্দের একটি রং। আর সেটাকেই অভিনব কায়দায় কাজে লাগল দিল্লি পুলিস। 

2/6

দিল্লিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে তৈরি করা হয়ে ১৬ মহিলা কনস্টেবলকে নিয়ে একটি দল। যে দলটি দিল্লির উত্তর-পূর্ব জেলায় চক্কর দেবে। 

3/6

 এর জন্য বরাদ্দ করা হয়েছে ৮টি মোটরবাইক। যার রঙও গোলাপি। হেলমেট, মোটর বাইকের রং গোলাপি। 

4/6

 এর কারণ হিসাবে এক মহিলা কনস্টেবল জানালেন, মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে এই গোলাপি রংকে কাজে লাগানো হয়েছে। এই বিশেষ রংয়ের পুলিস বাহিনী মহিলাদের নিরাপত্তা দেবে। 

5/6

এমনকি মহিলারও নির্দ্বাধায় নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। মহিলা পুলিসদের আত্মরক্ষার জন্য দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো, স্পাই ক্যামেরা, পেপার স্প্রে এবং অস্ত্র। 

6/6

দিনে দু’বার টহল দেবে পিঙ্ক বাহিনী। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত শহর ঘুরে নিরাপত্তা দেবে পুলিসের এই পিঙ্ক প্রমীলা বাহিনী।