ভারতে প্রথম ২০০৪ সালে জিআই পাওয়ার ১৫ বছর পর ব্র্যান্ডিংয়ে মতি দার্জিলিং চায়ের

| Nov 07, 2019, 23:42 PM IST
1/5

সুতপা সেন: বাংলার রসগোল্লার জিআই বা Geographical Indication নিয়ে হইচই হয়েছে বিস্তর। এনিয়ে বঙ্গবাসীর আনন্দের সীমা নেই। কিন্তু জানেন কি! শুধু বাংলায় নয়, দেশে প্রথম দার্জিলিং চা-ই পেয়েছিল জিআই তকমা। 

2/5

সেই ২০০৪ সালে জিআই তকমা পায় দার্জিলিঙের চা। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর ব্র্যান্ডিংয়ের ব্যাপারে কারও   মাথাব্যথা ছিল না।  

3/5

 এবার প্রচারের আলোয় আসতে চলেছে দার্জিলিং চা। এব্যাপারে সক্রিয় হয়েছে টি বোর্ড।  

4/5

দার্জিলিং চায়ের ব্যবসা করলে এবার থেকে জিআই বাধ্যতামূলক। জিআই-এর পাশাপাশি দার্জিলিং চায়ের নির্দিষ্ট লোগোও ব্যবহার বাধ্যতামূলক করতে চায় টি বোর্ড।

5/5

বোর্ডের ভাইস চেয়ারম্যান অরুণ রায় বলেন, ''দার্জিলিং চায়ের একটা সুনাম রয়েছে। দেশের প্রথম জিআই তকমা পেয়েছে। টি বোর্ড চাইছে দার্জিলিং চাকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে।''