ব্লকে ব্লকে NRC-র কুপ্রভাব নিয়ে প্রচারে নামছে তৃণমূল, পরামর্শ পিকে-র

Nov 07, 2019, 21:00 PM IST
1/6

কমলিকা সেনগুপ্ত : সামনে ৩টি বিধানসভার উপনির্বাচন। তার আগে NRC ইস্যুকেই হাতিয়ার করেই প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।

2/6

বিধায়কদের সঙ্গে বৈঠকে বুথস্তরে NRC বিরোধিতার প্রচারের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NRC -র কু প্রভাব  নিয়ে ব্লকে ব্লকে জোরদার প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোরও।  

3/6

অসমে NRC -র পর কী পরিস্থিতি দাঁড়িয়েছে, বুথস্তর পর্যন্ত তা প্রচার করতে পরামর্শ দিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, ১২ নভেম্বরের পর এনআরসি বিরোধিতায় ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল।

4/6

পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি ইস্যু নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তফসিলি জাতি-উপজাতির উন্নয়নে রাজ্য কী করছে বুথস্তর পর্যন্ত তা প্রচারের নির্দেশ দেওয়া হয়।  

5/6

একই সঙ্গে রাজ্যের  তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষ কী চাইছে, তাও টিম পিকেকে জানাতে বলা হয়েছে। এই বিষয়ে দায়িত্ব বাড়তে পারে বিনয় কৃষ্ণ বর্মণের।  

6/6

এত উন্নয়ের পরেও জনসংযোগ কেন কমছে, তা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন বিধায়করা। ২০২০-তে পুরনির্বাচন। তারপর একুশে বিধানসভা। বিজেপিকে টেক্কা দিয়ে লড়াই জিততে জোর দিতে বলেন জনসংযোগে।