Cyclone Tej: জুনের মাঝামাঝি ফের বিপদ! ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ও 'তেজ'

Jun 01, 2023, 13:36 PM IST
1/5

কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মোকা। গতমাসে মায়ানমার ও বাংলাদেশের একাংশকে লন্ডভন্ড করে দিয়েছে ওই ঝড়। এবার আরব সাগর ও বঙ্গোপসাগরে ফুঁসছে আরও দুটি ঘূর্ণিঝড়। -তথ্য-অয়ন ঘোষাল

2/5

জুন মাসের মাঝামাঝি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ও 'তেজ'। ফলে ফের তাণ্ডব করতে পারে জোড়া ঘূর্ণিঝড়। -তথ্য-অয়ন ঘোষাল  

3/5

আবহাওয়াবিদরা এনিয়ে এখনও স্পষ্ট করে কিছু না বললেও তারা জোড়া ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস দিয়েই রেখেছেন। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে এবং আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে। সম্ভাবনা রয়েছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হয়ে যাবে ওই দুই ঘূর্ণিঝড়। -তথ্য-অয়ন ঘোষাল

4/5

বঙ্গোপসাগর ও আরব সাগরে জুন মাসের ৮-১০ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় ও তেজ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।  ওই দুই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে বদলে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল  

5/5

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আন্দামান সাগরে তৈরি হয়ে বঙ্গোপসাগর থেকে মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে বলে সম্ভাবনা। আরব সাগরের ঘূর্ণিঝড়টি সমুদ্রের মধ্যেই উপকূল বরাবর এগিয়ে যাবে গুজরাটের দিকে। তবে নিম্নচাপ তৈরির আগেই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যাবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। -তথ্য-অয়ন ঘোষাল