বউবাজারে চলছে ওয়াটার পকেট মেরামতির কাজ, দেখুন ছবিতে

| Sep 02, 2019, 15:59 PM IST
1/6

ইতিমধ্যেই বউবাজার এলাকায় শুরু হয়েছে গ্রাউটিং মেটিরিয়াল (সিমেন্ট ও কেমিক্যালের মিশ্রণ) দিয়ে ভরাটের প্রক্রিয়া। এর মাধ্যমে ভুগর্ভস্ত জমা জল সরিয়ে, সেই নির্দিষ্ট শূন্যস্থানে ভরা হবে প্রয়োজনীয় মিশ্রণ।

2/6

সিপিএস মেশিনের সাহায্য চলবে এই দীর্ঘমেয়াদি মেরামতির কাজ। আজ সকাল থেকেই বউবাজারের বিপর্যস্ত এলাকায় শুরু হয়েছে কাজ।

3/6

শনিবার টিবিএম মেশিন দিয়ে মেট্রোর টানেল কাটার সময় ভেঙে যায় একটি ওয়াটার পকেট। শূন্যস্থানে জল ঢুকে বসে যায় এলাকার মাটি। ফলে মাটির ভারসাম্য নষ্ট হয়ে ক্ষতগ্রস্ত হয় এলাকার বহু পুরনো বাড়িগুলি। 

4/6

আপাতত স্থগিত মেট্রো প্রকল্পের কাজ সিপিএস মেশিন দিয়ে কনক্রিট দিয়ে টানেলের মুখ ভরাট করে দেওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাদাজল রোখার কাজ। নতুন করে যাতে কোনও বিপর্যয় না ঘটে সেইদিকেই নজর ইঞ্জিনিয়রদের। 

5/6

শনিবার থেকেই বিপর্যস্ত বউবাজার। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে কার্যত ধস নেমেছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ৩০০জনেরও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

6/6

ঠিক কী ঘটেছে তা জানার জন্য সোমবার বিকেলে দিল্লি মেট্রো রেলের তরফে ১ বিশেষজ্ঞের আসার কথা রয়েছে। পাশাপাশি বুধবার বিকেলের মধ্যে জার্মানি থেকে আরও একজন বিশেষজ্ঞ আসছেন।