করোনা পজিটিভ লালুর চিকিত্সক, মহা ফাঁপড়ে আরজেডি

Apr 28, 2020, 19:13 PM IST
1/5

1

1

একাধিক কঠিন অসুখে ভুগছেন লালু প্রসাদ যাদব। জেলে যেকোনও মুহূর্তেই করোনায় আক্রান্ত হতে পারেন। তাই তাঁকে প্যারোলে জেল থেকে মুক্তি দেওয়া হোক। এমনাটাই দাবি জানাল আরজেডি।

2/5

2

2

জেল হলেও বর্তমানে একটি হাসপাতালে রয়েছেন লালু। সেই হাসপাতালের যে ওয়ার্ডে রয়েছেন সেখানেই এক চিকিত্সক কোভিড পজিটিভ হয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে।

3/5

3

3

বাবার মুক্তির দাবি করে লালুর ছেলে তেজস্বী যাদব টুইট করেছেন, যে চিকিত্সকরা বাবার চিকিত্সা করছেন তারা কোভিড আক্রান্ত হতে পারেন। ৭২ বছরের লালুজির একাধিক ক্রনিক অসুখ রয়েছে। রাজ্যের ১২ কোটি মানুষের মতো আমিও এনিয়ে উদ্বিগ্ন।

4/5

4

4

এদিকে লালু যে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের তরফে জানানো হয়েছে, মেডিসিন বিভাগে গত ৩ সপ্তাহ ধরে একজন ভর্তি রয়েছেন। তাঁর কোভিড পজিটিভ ধরা পড়েছে। তিনি ভর্তি ছিলেন ডা উমেশ প্রসাদের তত্বাবধানে। লালুজিও ওই চিকিত্সকের তত্বাবধানে ভর্তি। তবে লালুজি রয়েছেন পেয়িং বেডে।

5/5

5

5

লালুকে প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারে রাজ্যের অ্যাজভোকেট জেনারেলের কাছে আইনি পরামর্শ চেয়েছে ঝাড়খণ্ড সরকার।