চেপে বসছে করোনা আতঙ্ক, কলকাতাকে জীবাণুমুক্ত করতে রাস্তায় রাস্তায় ওষুধ জল স্প্রে শুরু

Mar 26, 2020, 14:36 PM IST
1/5

তন্ময় প্রামণিক : শহরকে জীবাণুমুক্ত করতে রাস্তায় রাস্তায় ক্লোরিন এবং বিশেষ ওষুধ মেশানো জল ছড়ানো শুরু করল কলকাতা পুরসভা। (ছবি-বাপন সাউ)  

2/5

এই কাজে ব্যবহার করা হচ্ছে ১৪টি ওয়াটার স্প্রিংলার। জল ছড়ানোর জন্য এটি এক বিশেষ ধরনের গাড়ি। (ছবি-বাপন সাউ)  

3/5

পার্কস্ট্রিট, সেন্টাল অ্যাভিনিউ, হাতিবাগান, কলেজ স্ট্রিট প্রভৃতি বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরতে দেখা গেল এই ওয়াটার স্প্রিংলার। (ছবি-বাপন সাউ)  

4/5

রাস্তার পাশে, ফুটপাথে, রাস্তার ধারের দোকান, দাঁড়িয়ে থাকা গাড়ি, সবকিছুতেই এই ওষুধ মেশানো জল ছিটানো হচ্ছে। বিশেষ ধরনের হ্যান্ডেল স্প্রে ব্যবহার করেও জল ছিটানো হচ্ছে। (ছবি-বাপন সাউ)  

5/5

করোনা আতঙ্কে শহরকে জীবাণুমুক্ত করতে রাজ্য স্বাস্থ্য প্রশাসনের নির্দেশে এই কাজ শুরু হয়েছে। (ছবি-বাপন সাউ)