দেবারতি ঘোষ : করোনায় আক্রান্ত হয়ে দমদমের প্রৌঢ়ের মৃত্যুর পর তাঁর দেহ সৎকার নিয়ে হুলস্থূল বেঁধে গিয়েছিল নিমতলা শ্মশানে।
2/5
সংক্রমণের ভয়ে দেহ সৎকারে বাধা দেন স্থানীয়রা। পুলিসের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধও বাঁধে। দেহ সৎকার করতে চায়নি কোনও ডোমও।
photos
TRENDING NOW
3/5
অবশেষে সেদিন দেহ সৎকার করেন মিনা দেবী মল্লিক ও মন্টু মল্লিক। বুধবা তাঁদের পুরস্কৃত করল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর।
4/5
দুজনের হাতেই ৫০০০ টাকা করে চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন নিমতলা শ্মশানের ভারপ্রাপ্ত আধিকারিক বাসুদেব মুখোপাধ্যায়।
5/5
দমদমের বাসিন্দা ওই প্রৌঢ়ের মৃত্যুর পর বিধিনিষেধ মেনে তাঁর দেহ দ্রুত সৎকারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু গন্ডগোলের জেরে সৎকার সম্পন্ন হতে রাত হয়ে যায়।