করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা! অভিযোগ মার্কিন সাইবার বিশেষজ্ঞদের

| May 12, 2020, 18:23 PM IST
1/5

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

চিনের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ তুলে সরব হল আমেরিকা। করোনার টিকা তৈরির সমস্ত তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা! এমনটাই অভিযোগ মার্কিন সাইবার বিশেষজ্ঞদের।

2/5

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউএস ফেডারাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং মার্কিন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার সঙ্গে জুড়ে থাকা সমস্ত তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে চিনের হ্যাকাররা।

3/5

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

ইউএস ফেডারাল ইনভেস্টিগেশন ব্যুরোর আধিকারিকদের অভিযোগ, ওই হ্যাকারদের সঙ্গে চিনের সরকারেরও যোগ রয়েছে। যে সমস্ত মার্কিন সংস্থাগুলি করোনার টিকা তৈরির সঙ্গে যুক্ত, তাদের ‘ওয়ার্নিং নোটিশ’ দিয়ে এ বিষয়ে সতর্ক করবে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি।

4/5

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

তবে মার্কিন সাইবার বিশেষজ্ঞদের এই অভিযোগ একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বেইজিংয়ের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝা লিজিয়ান। তিনি জানান, চিন সমস্ত রকম সাইবার হামলার ঘোর বিরোধী।

5/5

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

করোনা টিকা তৈরির তথ্য চুরির চেষ্টা করছে চিনা হ্যাকাররা!

মার্কিন সাইবার বিশেষজ্ঞদের অভিযোগ উড়িয়ে ঝা লিজিয়ান বলেন, চিন করোনার চিকিত্সায় এবং টিকা তৈরির গবেষণায় বিশ্বেকে নেতৃত্ব দিচ্ছে। কোনও প্রমাণ ছাড়া এ ধরনের অপবাদ দিয়ে চিনকে টার্গেট করা অনৈতিক!